লুকাই
*******

আমি নিরবে থাকি সরব
না বলে বলি অনেক কথা
মেঘহীন বৃষ্টিতে যেমন রৌদ্রের খেলা
কান্নার মাঝে তেমন আমার হাসির।

আমি বদনাম নিয়ে হই কলঙ্ক মুক্ত
বস্ত্রহীনতায় নিজেকে করি অলংকৃত
পুষ্পহীন গাছের শোভা যেমন লতা-পাতা
আমি শোভিত হই তেমন ন্যাড়া হয়ে মাথা।

আমি পিপাসিত হয়ে হই পিপাসামুক্ত
যেমন সত্য ভ্রষ্ট হয় মিথ্যার সফলতায়
আমি লজ্জিত হই লজ্জা নিবারণে
যেমন সমুদ্র সৈকতে পরিধানের বস্ত্র।

আমি নৈপুণ্যের ছবি আঁকি মল-মূত্রে
শৌচাগারের সজ্জায় বৈঠক ঘর লজ্জিত
ভদ্রতার দাম নিলামের বাজারে শূন্য
অভদ্রকে সালাম করি ডর ভক্তিমায়।

আমার কান্না ভাসাই অট্রহাসির মাঝে
লজ্জা লুকাই অলজ্জিত ভান করে
আত্মা লুকাই, বিশ্বাস লুকাই লুকোচুরিতে
নিজের ছায়া লুকাই আলো থেকে দূরে সরে।

আড়ালে লুকাই, আত্নগোপনে লুকাই
লুকিয়ে লুকিয়ে বাঁচি- বাঁচার আশায়
বেচে আছি যেন মৃত প্রাণের দেহে
মনুষ্যত্ব লুকিয়ে অমানুষদের মোহে।
।।।।।।।।।।