ললাট
********
ভেঙ্গে ফেল লালসা'র দ্বার
নন্দিত ভোগে থেকোনা আর
যে কথায় ব্যথিত নিত্তনৈমিত্তিক
পিষিত কর কর্ম যত পৈশাচিক।
সফলতায় কুফল দুর্বল চিত্তে
ঘূর্ণিপাকে ঘুরে চক্রাকার বৃত্তে
বৃথায় ফলিত অসাধিত সাধনা
বিধিত বৃত্তে জীবনের বাসনা।
অটুট লক্ষের তালাবদ্ধ কক্ষ
উচু পাজরের নিম্নগামী বক্ষ
বিতারিত কর অসমতার দ্বন্ধ
বিধিনিষেধ ধর যদি হয় মন্দ।
ছালে মোড়ানো লালসার ত্বক
প্রসাধন যোগে করে ঝকঝক।
ভেতর বর্ণ অসিত বা লোহিত
পরাগমনে তাতে হয় না ব্যহত।
সকাল বেলায় সাঝের পাখি
অভিনিবিশে ভূলে ডাক যদি
হতে পারে তা ললাট লিখন
বিবেচনায় তারে করো যতন।
অহমিকা স্বামত্বির প্রভুত্ব দখল
সময়ের গেরাকলে হবে বিফল
অভিজ্ঞ ললাটের নাটকিয় জ্ঞান
কদাচিৎ বিনাশ হয় মান-সম্মান।
।।।।।।।।।।