কষ্ট
****

কষ্টের দাগ জোয়ারের পানিতে মুছেনা  
যেমন মুছা যায় না কলঙ্কের কালো দাগ।
অবিরত ঝরলেও নয়নের অশ্রু ফুরায় না  
যেমন ফুরায় না নায়াগ্রা জলপ্রপাতের জল।
জীবনে কষ্ট কখনও প্রণালী মেনে আসে না  
কিন্তু দূর করতে অধঃপতন মানতেই হয়
সম্পর্ক, সংযোগ ও সংস্রবের অধঃপতন
কিংবা অধোগমন হয় মানুষের নৈতিকতার।

কষ্টের অনুভূতি গুলো নিতান্তই মনের বেদনা
অনেকে বলেন বেদনার রঙ নাকি নীল
এত বড় আকাশের শূন্যতায় যে বেদনা
তা থেকেই বোধ হয় বেদনার রঙ নীল।
একটি কষ্ট হাজার বেদনার সঙ্কলন
কাঠ পুড়ে যতটুকু দহনে কয়লা হয়
বেদনাগুলোর ততোধিক যন্ত্রণায় একটা কষ্টের জম্ন
তাই অনুভবে পাই কষ্টের রঙ প্রগাঢ় কালো
তরল হয়না উত্তাপে, মুছেনা অন্য রঙের আবরণে।

নিজেকে ঠকিয়ে কষ্ট দূর করা যায় না
জীবন তার হিসাবটা উপযুক্ত সময়ে কষে রাখে
আনন্দের সময়টুকু সমাধান করে বিয়োগ ফলে  
আর কষ্টগুলো জীবনের সাথে গুণ আকারে
জীবন আর কষ্টের হিসাবটা বড়ই অদ্ভুত
মৃত্যু হয় জীবনের-
তবুও আনন্দের ঋণ শেষ হয়না কষ্টের কাছে।

-----------------------------
লেখা: ১০/০১/২০১৯, গাজীপুর।