কর্ম
******

মানসিক প্রবণতাই মানুষের কর্ম
কর্ম হবে তাই যা বলে স্ব-স্ব ধর্ম।
আচরণগত নিদর্শনে মনের ভিত্তি
সব কর্ম সে মনের একক আসক্তি।

মস্তিষ্কে স্নায়বিক চাপের উত্তেজনা
কথা ও চিন্তায় আসে কর্ম ভাবনা।
সুপ্ত আচরণের ধরণ হয় পুনরাবৃত্তি
কর্ম মূলত প্রতিটি মানুষের প্রবৃত্তি।

কিছু করার অনুভব মনের অভিব্যাপ্তি
সম্পাদিত আচরণ সেই কর্মের সমাপ্তি।
ভাল কর্ম সুফল আর মন্দ কর্ম কুফল
বিচিত্র বহুমুখী চিন্তায় কর্মগুণ বিফল।

সকল প্রাণী স্বাধীন নিজ কর্মের অধীন।
হীন-শ্রেষ্ঠ, উচ্চ-নিচ কর্মক্ষেত্রে আসীন।
সুকর্ম স্থায়ী সুখকর সরবে আনন্দদায়ক
কুকর্ম অনিষ্টকর পাপ নিন্দার সহায়ক।

লোভ, দ্বেষ, মোহ, লালসা  জ্ঞাত দুষ্কর্ম
জীবনে আসে অপূর্ণতা কুকর্মের জন্য।
ধর্মীয় ও আদর্শ জীবন কর্মের গুণাগুণ
ভাল মন্দ বিচার করে কর্মে হও মশগুল।