ক্লান্তি
*******

জন্ম থেকে আজ অবধি প্রতি মূহুর্ত
ব্যর্থ সময় প্রতিটা ক্ষণের অনুক্ষণ
ব্যাকুলতার অজ্ঞ জ্ঞানে ভরাট মগজ
সাফলতার পাতায় নেই কোন শব্দ
দিন, মাস, বছর ও যুগ পূর্ণ জীবন
বিবেচনা করায় শূন্য মজ্জা অকেজো।

আজ বড় ক্লান্ত হয়ে গেছে মন
বিষাদের অবসাদে মেলে না চোখ
নিঃসঙ্গতার গুমোট কথা মনের গহীনে
কথায় কথায় অশ্রু ঝরে অজান্তে
কন্ঠ জড়িয়ে শক্তি শূন্যতার জড়তা
অভাগার ভাগ্য নিন্দিত মনে বুলন্ঠিত।

যা দৃষ্টিতে জড়ায় তাই হারিয়ে যায়
যা ভাবনায় আসে তাই মুছে যায়
অসহ্য যন্ত্রণার কাল কুণ্ডলী বাষ্প
বুদবুদি তুলে অসন্তুষ্ট মনে বারবার।
এমনটা কেন মানুষের জীবনের পরিণতি?

এত কিছু আর কখনও পারা যায় না!
আমিও পারিনি, পারিবনা নিশ্চিত
ক্লান্ত, বড্ড ক্লান্ত দেহ সমেত মন
কথা ও পথের ক্লান্তি, ক্লান্তি থাকে কর্মে
নষ্ট হয়ে মিশে যায় ব্রষ্ট মানুষের পাশে।