কিছু বলতে চাই
*******************
তোমাকে কিছু বলার ছিল, শুনছো
অনুভবে অনুমতি পাই বলে বলছি
জান, আমি কখনো কোন মানবীকে
ভালোবাসি কথাটা বলতে পারিনি।
বন্ধু, ক্লাসম্যাট, পরিচিতা অনেকে ছিল
তবু ওভাবে কেহ হতে উঠতে পারেনি
তাই কথাটা আমার না বলাই রয়েছে।
আমি খুব সাধারন পুরুষ মানুষ
কি করলে নির্ভীক পুরুষ হওয়া যায়
সত্যিই আমি তা শিখে উঠতে পারিনি।
আমি খুব কাঁদতে ভালবাসি, আবেগী
অনেকে বলে কান্না নাকি মেয়ে মানুষের ফন্দি
আজ আমি কাঁদবো, ফন্দি করে কাঁদবো
গলদেশে কম্পন ধরে ভালবাসি উচ্চারণে
তাই অকপটে কাঁন্নায় বলতে চাই তোমায়।
মুগ্ধতার মায়ায় তোমাকে ভালবেসেছি
সবকিছু পরিহার করেছি জীবনে যা পেয়েছি
যেদিন প্রথম দেখেছি তোমায় মনের চোখে
মূহুর্তে মন বলেছে পরিপূর্ণ আস্থায়
তুমি শুধু মানবী নও- আমার মনের মানবী
যার সাথে কাটাতে পারি সারা জীবন।
আমি বেশি কিছু চাইনা তোমার কাছে
একটু সম্মান, ভালোবাসা আর বিশ্বাস
ব্যাস এতটুকুই। এতটুকুতেই তুষ্ট আমি
বলেছি তো আমি খুব সাধারণ মানুষ
বিনিময়ে সব অর্পণে আমি বশ্য
বউ বলে ডাকতে চাই অনন্য আবেশে।
অনেক মায়ায় ভালবাসি তোমায়
মায়া কমাতে কি করতে হয় জানিনা
ছেলে মানুষ কাঁদলেই মেয়ে হয়ে যায় না
কান্না আসে আবেগে, ভালবাসায়।
যারা কাঁদতে পারেনা, তারা আবেগহীন
আবেগহীন প্রাণী মানুষ নয়; যন্ত্র
ক’জন কাঁদতে পারে তার মানবীর জন্য
যে ক'জন কাঁদে কিছু পাওয়ার আশায়
আর আমি কাঁদি তোমাকে দে'য়ার আশায়।