ক্রোধ
******

তীব্র অসন্তোষের তেজময়ী বহিঃপ্রকাশ
অঙ্গ ভঙ্গী বিকৃত করে আবেগের প্রকাশ
অপরের কাছে যা ভীতির সঞ্চার বোধ
মানুষ বা অন্য প্রাণীর এ স্বভাবই ক্রোধ।

অস্বাভাবিক তীব্রকর মানসিক অবস্থা
অনুভূতিতে আঘাত দেয়ার হীন ব্যবস্থা।
শক্তিশালী অস্বস্তিকর বদ প্রতিক্রিয়া
ক্রোধের চাপে নষ্ট মনুষ্যত্বের প্রক্রিয়া।

অতিরিক্ত ক্রোধে বাড়ে শরীরে রক্তচাপ
হৃৎস্পন্দন বেড়ে হতে পারে হার্টঅ্যাটাক।
ঘটতে পারে মস্তিষ্কে অবাঞ্ছিত রক্তক্ষরন
ক্রোদের জন্যই স্ট্রেস হরমোনের নি:সরণ।

রক্তে সুগারের তারতম্য ঘটায় ক্রোধে
শুভ বুদ্ধির বিলুপ্তি হয় হিংস্র স্বভাবে।
বেড়ে যায় পাকস্থলীয় এসিড নির্গমন
গুণীজন সর্বাবস্থায় ক্রোধ রাখে নিয়ন্ত্রণ।

ক্রোধের স্বভাবে বিবেক শূন্য মনুষ্যত্ব
আপন জনের নিন্দায় সম্পর্ক হয় নষ্ট।