খেলা
******
জীবন এক দুই মেরুর গল্প- উষ্ণ শীতল।
জম্ন ও মৃত্যু- শুরু ও অন্ত সীমানা
সমগ্র জীবন দুই খন্ডের কাব্য
হাসি ও কান্না- সুখ ও বিষাদের কবিতা।
আনন্দ হাসির উপকরণে জীবনের জম্ন
আর মৃত্য শুধু বিষাদের কান্নায় প্রখরিত।
আগত জীবন কতটা নিলজ্জ-
ভূমিষ্ট হয়ে চোখ মেলার আগেই কান্নার শব্দ
প্রথম কান্নায় পাশের মুখগুলোতে হাসি
খুবই বেমানান রকমের অনুভব শক্তি
আকাঙ্ক্ষার ক্রন্দনে আকাঙ্খিত হাসে।
বিদায়ী জীবন চুড়ান্ত অসহায়
চোখ মেলে তাকালেও মুখ খুলে না
পাশের কন্ঠগুলো ফুপাতে থাকে কান্নায়
চেপে ধরে রাখে বিপন্ন চিৎকার
নিরাপদ নিরংশু আবদ্ধ জীবন
শুধু দেখে ও শুনে, বিবৃতি নেই।
কষ্টের ধাক্কায় কিছু জীবনের অক্কা
কিছু জীবন সুখ সন্ধানে শোকাহত
আয়েশ আনন্দে কিছু জীবন বেসামাল
সব কিছু থেকেও কিছু জীবন নিরানন্দ
সমূদয় একটাই নাম- যার নাম জীবন
কিছু নয়; হার-জিত, জম্ন-মৃত্যর খেলা।