খাদ্য
******
জীবদেহে শক্তির উৎস অন্যতম হল খাদ্য
খাদ্যে থাকে পুষ্টি ও শক্তি সহায়ক পদার্থ।
এটি শুধু খাবার নয়; আছে কার্যকারিতা
পরিপোষক ও সংরক্ষণের উভয় ক্ষমতা।
গঠন ও শক্তি উৎপাদনে পরিপোষক খাদ্য
যে খাদ্যে বিদ্যমান শর্করা আমিষ স্নেহপদার্থ।
ভিটামিন, খনিজ ও অতি প্রয়োজনীয় জল
এমন গুণের খাদ্যগুলো দেহ করে সংরক্ষণ।
সকল খাবারের মূল উৎস উদ্ভিদ প্রজাতি
প্রাণীর মাংস যা খাদ্য তাও উদ্ভিদেই বৃদ্ধি।
উদ্ভিদের বীজ অন্যতম খাদ্যের উপকরণ
ভুট্টা গম চাল ডাল বাদাম বীজ নামকরণ।
উদ্ভিদের কান্ডেও আছে সুষম খাদ্যের মান
গাজর মুলা শাল শিকড় বেদে খাদ্যের নাম।
ফল হল উদ্ভিদের পূর্ণাঙ্গ অবস্থার ডিম্বাশয়
খাদ্যমানের পূর্ণমাত্রা ফলের মাঝে আশ্রয়।
ঘ্রাণযুক্ত ও ঘ্রাণহীন ভিন্ন ফলের ভিন্ন নাম
মিষ্টি, টক, স্বাদবিহীন হরেক পুষ্টির মান।
শাক পাতা উদ্ভিদজাত বেশ পুষ্টিকর খাদ্য
পুষ্পবিন্যাসে কপি ব্রকলি খাদ্যে প্রতিপাদ্য।