কারণ
*******

সত্য যদি মিথ্য-মিথ্যা তবে সত্য
পরিস্থিতি বদলে কারণ অব্যাহত
কারণ বিহীন ঘটনা বিচারে অচল
ঘটিত ঘটনা কারণ ছাড়া বিফল।

গুণ বিবেচনায় কারণ হলো সংলগ্ন
শর্তহীন কার্যের ঘটনার অব্যবহিত
মাপের বিচারে কার্যের সমান ধারণ
ঘটনাতে রয় কোন না কোন কারণ।

কাজের কথনে কারণ এক বিমূর্ততা
কারণ দর্শানো হয় যদি আসে ব্যর্থতা
স্বীকার অস্বীকারের কারণ বিবেচনা
কারণ মাত্রায় পাপের দন্ড ও মার্জনা।

কারণে কারণ খোঁজে যদি হয় বিদ্বেষ
বিশ্লেষনের কারণ হল ঘটনার আদেশ
আদি হতে অবদি প্রবাহমান যত ঘটনা
উদ্যেশ্য যাই হোক কারণ মূল বিবেচনা।

মানুষের জম্ন গ্রহণ রহস্যের বড় কারণ
ভিন্নতা প্রয়োজনে ভিন্ন ভিন্ন অঙ্গ ধারণ
এক মনে ভাল-মন্দ কারণ ঘটিত স্বভাব
কারণ যদি না হতো- হতো সৃষ্টির অভাব।
।।।।।।।।