কান্না
******
সব মানুষের প্রথম ভাষা কান্না
কান্নার ভাষা সর্বজনীন অনন্যা।
কষ্ট, রাগ, সুখ, আবেগের ধরণ
মানুষের কান্না মনুষ্যত্বের কারণ।
মস্তিষ্কের সেরিব্রামে কষ্টের অনুভূতি
ল্যাক্রিমাল গ্ল্যান্ডে নোনা জলের প্রস্তুতি
চোখ বেয়ে অশ্রু আকারে বেরিয়ে আসা
কান্না বলে তাকে যখন তা আবেগ মাখা।
কষ্টের সাথে কান্না হলেও উপকার থাকে
শারীরিক ও মানসিক প্রশান্তি দেয় তাকে।
শীতল হয় মস্তিষ্কের উত্তেজিত স্নায়ুকোষ
কষ্ট লাঘবে সুখানুভূতিতে প্রশান্তির সুখ।
কার্যক্ষেত্রে বেড়ে যায় সম্পর্কের গভীরতা
অনুভূতির আদান-প্রদানে হয় অন্য মাত্রা।
সচেতনতা বাড়িয়ে সম্পর্কের আবেগ গাঢ়
কান্নায় ক্ষতি নাই যত সম্ভব কাঁদতে পার।
।।।।।।।।।