কামনা
********

আমি যাকে ভালবাসি তার নাই বোধ
ছলনার ফাঁদে পড়ে আমি যাতনায়
মন তার দাবিদার অসম বিরোধ
করে শুধু অভিমান কুট কামনায়।

কেমনে বুঝাই তারে বুক ফেটে যায়
মিনতি করেছি কত নূয়ে অন্ত মন
পারিনা সইতে আর কি যে করি হায়!
চাই কেন বারেবারে যে নয় আপন!

একবার কাছে পেলে রাখতাম বেঁধে
জোর করে তার পায়ে দিতাল শিকল
ধ্বংস করি নীজেকে ভাললাগা থেকে
ছাড়বোনা কোন দিন যদি হই সফল।

দিব্যি এ ভালবাসার আর নাই আড়ি
ফিরে যদি আস তবে দেব বাড়ি গাড়ী।