যদি আমি মরে যেতাম
***********************

আমি যদি মরে যেতাম খুব ভালো হত
বেঁচে থাকার ইচ্ছেটা ফুরিয়ে গেছে
মরে গেলাই বরং বেঁচে যেতাম
যন্ত্রনাগুলো আর ছুয়া পেতনা
নি:সংগতা কেটে যেত মূহুর্তেই
আশাগুলো হারিয়ে যেত কাফনের কফিনে।

আজ যদি মরে যেতাম! তবে-
তোমাকে নিয়ে আমার আর ভাবতে হত না
আশায় থাকতে হত না, অশ্রু ঝরতনা
একাকি নিঃসংগ রাত্রিটা কাটাতে হত না
আমার ফোনে ঘুমের ব্যত্যয় হত না তোমার
ঘৃণা ভরে না.-না..-না…বলতে হতোনা তোমায়।

আজ যদি মরে যেতাম! তবে-
আমার ছোট ছোট চাওয়া গুলো মুক্তি পেত
তুমি মুক্ত হতে পিছুটান হতে।
জীবনে কতকিছু চেয়েছি তোমার কাছে
পাশে বসে হাত ধরে এক স্ট্র-তে লাচ্ছি খাওয়া
রিক্সায় চড়ে মূষল ধারার
টিতে ভিজতে চাওয়া
না পাওয়ার তালিকাটা আকাশে জমা আছে।
তুমি আমার হওনি বলে কিছু হারাওনি তুমি
তবে তোমাকে না পেয়ে আমি হারিয়েছি সবকিছু।