জীবনযুদ্ধ
*************

বছরের পর বছর- পথের শেষ নেই
শ্রান্ত চোখে শুধু আকাশের ছায়া।
স্বপ্নের মেঘগুলো উড়ে যায় একে একে
যেন অন্ধকারে বিলুপ্ত নীল আকাশের মাঝে।

অনন্ত আশায় শুরু হয়েছিল যা কিছু
এখন সব যেন নিঃস্ব দুর্বল।
ভেঙে পড়া হৃদয়ের নিস্তেজ শক্তি
অব্যাহত লড়াইয়ে তবু ভেতরে ভয়।

মনের গভীরে রক্তাক্ত ক্ষত
সুসময়ের সব ভালবাসা হারিয়ে যায়
জীবনের নৌকায় ভাসছি একা
জানিনা কোন তীরে শেষ হবে এই যাত্রা।

জীবনযুদ্ধ এক অবিরাম দৌড়
বাধার জাল অগ্নিস্রোতের মতো
হতাশার কাঁটায় রক্তস্রোত মিশে যায়
তবুও এগিয়ে চলা গগনের দিকে।

ধৈর্যের গান দুর্বাহু নিরব স্নিগ্ধ ছন্দে
হেরে গেলেও স্থির অবস্থানে দাঁড়িয়ে
বিশ্বাসের শক্তিতে চিরন্তন তেজ
জীবনযুদ্ধ থামেনা, ক্লান্তিরা লম্বা ছুটিতে।
।।।।।।।।।।