জীবন গদ্য-১
---------------------------------------
বলতো আমাদের জীবনটা কেন এমন হলো?
কার, কতটুকু ভ্ললে নরকবাসি আমরা!
আসলে আমাদের কারো কোন ভুল ছিল না
অনেক ভালবেসে দু’জন দু'জনার হলাম
খারাপ সময়, ভাল সময়, কষ্ট-সুখ, ভাল-মন্দ
সব কিছু মোকাবেলা করেছি একসাথে।
অভিযোগ থাকলেও তীব্র হয়নি কখনো
শ্রব্ধা, বিশ্বাস, অনুভূব আর সহমর্মিতায়
মানিয়ে নিয়েছি দ'জনেই ভালবাসার দাবিতে।
দিনের সময়টুকু হারিয়ে যেত কর্মব্যস্ততায়
প্রতিটা রাত ছিল আমাদের কথা বলার রাত।
হঠাৎ অবাক হয়ে একদিন লক্ষ্য করলাম-
একে অপরের প্রতি অসহ্য হয়ে উঠছি আমরা
প্রতি রাতে ঝগড়া হয় ছোট ছোট বিষয় নিয়ে
তুচ্ছ বিষয়গুলো এতটুকু ছাড় পাচ্ছেনা
না তুমি আমাকে, না আমি তোমাকে
দু’জনেই নিজের দিকটাকে শক্ত করে ধরে রাখি
ঘুম জেগে যুক্তিহীন যত তর্ক আর দোষারূপ।
রাতের অনিদ্রা ও কর্মক্লান্তিতে আমি পাগল প্রায়
আমাকে ঘিরে রেখেছিল অবচেতন চিন্তা
কেন এমন হলো? অনেক ভেবে পেয়েছি যা-
আমি আর তুমি মিলে আমরা হয়ে উঠতে পারিনি।
হঠাৎ একদিন আবিষ্কার করলাম-
আমার ঘরে ফেরা নিয়ে তোমার অপেক্ষা নেই
দরজা খুলে আর তাকিয়ে নেই তুমি
ঘরে ফেরার আগ্রহটাই হারিয়ে গেল আমার
তোমার কাছে আর ফিরতে ইচ্ছা করে না।
একদিন ফোনে বলছিলে কোন একজনকে
‘ততক্ষণই তুমি ভালো থাক
যতক্ষণ আমি তোমার কাছে না থাকি।’’
অবাক হলাম। এতোটা ঘৃণায় আমার জীবণ?
আমার সঙ্গ এড়িয়ে যাবার অজুহাত
আমার খাবার ডেকে রেখে ঘুমিয়ে পড়ার বাহানা
কাছে বসতে না চাওয়ার এটা ওটা কাজের ছলনা
সবকিছু যেন আমাকে অবহেলার উপকরণ
আমার জীবন থেমে গেল মৃত্যুর আগেই।