জীবন ধারা
★★★★★★

অল্প দিনের জীবনে অন্তহীন চাওয়া
বিচিত্র মানুষের নানাবিধ আসা-যাওয়া।
কেহ আসে অগোচরে সুন্দর মন বাড়িয়ে
আবার কেহ অকারণে সারা বিশ্ব নাড়িয়ে।

কিছু মানুষ চলে যায় অকারণে আড়ালে
কেহ আবার ছাড়েনা বারংবার তাড়ালে।
কারো আনয়ন আনন্দ অনেক দু:খ সরিয়ে
সুখ কেড়ে কেহ আসে নিত্য ব্যথা বাড়িয়ে।

জীবনে থাকে এমন সব যোজন-বিয়োজন
মানিয়ে নেয়াটা জীবনের জন্য প্রয়োজন।
যা কিছু বিয়োগ হয় চলমান জীবন থেকে
প্রয়োজনেই সরে যায় জীবনের তাগিদে।

যে যাবার চলে যাবে ধরে রাখা কষ্ট
ক্ষণিক ভূলে আসে ভাগ্য করে ভ্রষ্ট।
যে চলে যায় নিতান্তই সে আসলে পর
কষ্ট ভুলে ভাবতে হবে সে ছিল স্বার্থপর।

আছে যা তাই যথার্থ যদিও হয় অপছন্দ
এটাই ছিল বরাদ্দ বিধাতা করণের প্রাপ্য।
বুদ্ধিমান খুজে নেয় তার মাঝেই সুখ।
না মানলে বোকামী জীবন হয় বিমুখ।