যুগল
*******
অনুভবের কেন্দ্রীয় আবাস মন
বুদ্ধিমত্তা চিন্তা শক্তির আবাসন
অনুভূতি, আবেগ, ইচ্ছা, কল্পনা
অনুভবের প্রকাশ চিন্তার প্রেরণা।
চিন্তা থেকে রূপান্তরিত প্রতিফলন
মনের প্রক্রিয়া প্রকোষ্টে আস্ফলন।
মনের প্রবৃত্তি চিন্তা শক্তির সহায়ক
কর্ম বিবেচনায় মন তার আহ্বায়ক
বুদ্ধিবৃত্তিক স্থানান্তরিত চিন্তার গতি
ফলপ্রসূ হয় যদি না ঘটে ভীমরতি।
কখনও বুদ্ধি উচ্চ কখনও তা নিম্ন
সমূদয় নির্ভর বোধগম্যতার জন্য।
মন শক্তিতে নেই সমস্যার সমাধান
ক্ষেত্র বিশেষ মন ও চিন্তার ব্যবধান
মনের নির্দেশনা চিন্তা প্রয়োগে বুদ্ধি
বুদ্ধির সমাধানের পেয়ে যায় মুক্তি।
মন ও চিন্তা যখন থাকে এক সাথে
যুগলে মানানো যায় যাকে-তাকে।