যোগ্যতা
**********
জ্ঞান দক্ষতায় দায়িত্ব পালনের ক্ষমতা
সাধারণ ভাষায় তাকেই বলে যোগ্যতা।
ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নির্দিষ্ট কাজ
সঠিক ভাবে সম্পাদন যোগ্যতার স্বভাব।
শিক্ষাগত যোগ্যতায় সার্টিফিকেট ও ডিগ্রি
পাশের মান উচু হলে মিলে ভাল চাকরি।
অভিজ্ঞতা ও প্রশিক্ষণে দক্ষতা অর্জন
যোগ্যতায় প্রমাণ না হলে হতে হয় বর্জন।
সৎ, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ও বিজ্ঞতা
মৌলিক গুণাবলীতে ব্যক্তিগত যোগ্যতা।
আদর্শ কল্যাণকর কর্মকাণ্ডে অংশগ্রহণ
নেতৃত্বের যোগ্যতায় সামাজিক ক্ষমতায়ন।
স্ব-ঘোষিত যোগ্যতায় আসলে যোগ্য নয়
নিদিষ্ট কাজের অভিজ্ঞতায় যোগ্যতা হয়।
আত্মবিশ্বাসের দৃঢ়তায় সমাধানের ক্ষমতা
কঠিন অবস্থা অমীমাংসা যোগ্যতার ব্যর্থতা।
যোগ্যতা অর্জন একটি ধারাবাহিক কাজ
সাহস, প্রচেষ্টা, মানসিক শক্তি ও বিশ্বাস।
শিখতে হবে নিরন্তর করতে হবে কাজ
প্রচেষ্টায় উঠবে মাথায় যোগ্যতার তাজ।