যেমন-তেমন
*********

লক্ষণ ভাল নয়
অশুভ কথা কয়
চাহনিটা যেন কেমন
প্রকৃত স্বভাব যেমন।

কথায় কথায় হুংকার
সাথে থাকে অহংকার
চিৎকারে ভেটকির মুখ
স্বভাবে তখন অমানুষ।

অন্যের সাথে সুন্দর
কথায় জুড়ায় অন্তর
আমার সাথে বিষময়
অকারণেও দোষ হয়।

উঠতে বসতে ধাক্কা
চায় যেন পাই অক্কা
কার প্রেমে জড়ালাম!
দিগ্বিদিক হারালাম।

দোষ পেয়েও ভালবাসি
রেগে গিয়েও ফিরে আসি
গালি ভৎসনা হজম করি
মরেছি যখন ভালভাবে মরি।