যথার্থতা
**********

দূরত্ব দিয়ে ভালবাসা দূরে রাখা যায় না
কাছে না থাকলে স্পর্শের অভাব থাকে
মনের আলিংগন রোধ করা যায় না
মন কারো অযাচিত নিয়ন্ত্রণ মানে না।

শুধু স্পর্শ করলেই ভালোবাসা হয় না
শারীরিক ভালবাসা পূর্ণমাত্রার স্বার্থপরতা
অদেখা স্পর্শহীন ভালোবাসা নিঃস্বার্থ।
যথার্থ স্পর্শের নেশাতেই ভালবাসা জাগ্রত হয়
তবে তা ভালবাসার উৎপাদনের চুড়ান্ত টান।

ভালবাসলেই ভালোবাসা হয় না
যদি তাতে সংযম না থাকে
ঘৃণা দিয়ে সে সংযম গড়তে হয়
কিছু ঘৃণা ভালোবাসার স্রোতের মতো
কদরের ঘ্ণা মনের উচ্চ ভালবাসা
সব ঘৃণায় ঘৃণীত হয় না
অপবিত্রতা কে ঘৃণা করাও ভালবাসা।

মেঘের সাথে আকাশের ভালোবাসা নেই
মেঘ আকাশের বিশালতা আড়াল করে
তবে আকাশের বিশালতা সেখানেই থাকে
অপমানিত নিগৃহীত হয় অহংকারী মেঘ
এক সময় নিজেই কান্না হয়ে ঝরে
ধুলায় মিশে নিজের পরিচয় বিলিন ঘটায়।
ভালোবাসায় অহংকার থাকতে নেই
ছোট বা বড় প্রমাণ করার অবকাশ নেই
যেখানে ভালবাসার জন্য সবাই ব্যস্ত
সেখানে নিজেকে ছোট করাই বাঞ্চনিয়।