ইচ্ছা
******
মানুষ বাঁচে কিছু অদ্ভুত ইচ্ছায়
ইচ্ছাতেই আবার বিসর্জন দেয় সমস্ত কিছু
মারে নিজেকে, বাঁচায় আপনজনকে।
ইচ্ছা এক অদ্ভুত শক্তি
কল্পনায় বাসা বাধে কুন্ডলীকারে
বৃত্তাকারে ঘুরতে থাকে মনের ভেতর
যেন মায়ের আঁচল ধরে ঘুরতে থাকা বাড়ন্ত শিশু
ইচ্ছারও জন্ম আছে, মৃত্যু আছে
আছে বংশবৃদ্ধির সক্ষমতা
তাইতো ইচ্ছাগুলো বাড়তে থাকে
পরিকল্পনার বিস্তার ঘটায় মাথার মগজে
চিন্তা-বুদ্ধিগুলো এলোমেলো হয়ে যায় মতান্তরে
কারণ- ইচ্ছাদের বাবার নাম চিন্তা-বুদ্ধি।
ইচ্ছারা বিবাদও করে নিজের মতো করে
তাইতো অনেক ইচ্ছা আহত হয়ে দুর্বল হয়
অনেক ইচ্ছা জয় লাভে সতেজ হয়ে উঠে
ইচ্ছাদের আনন্দ কষ্টের অনুভূতিও আছে
তাইতো মন বিস্মিত হয়, আবার হয় উৎফুল্ল
কারণ- মন হলো ইচ্ছাদের মা।
ইচ্ছারা দেখতে পারে এপিঠ-ওপিঠ
সীমাহীন তাদের দৃষ্টিশক্তি
পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে এদের দর্শন
সপ্তম আকাশ থেকে ভূপৃষ্ঠের তলানি পর্যন্ত
শূন্যে, বায়ুতে, অগ্নিতে সর্বত্র বিচরণ
দেখার অনুভূতিতে ইচ্ছেরা হাসে ও কাঁদে
তাইতো চোখ পুলোকিত ও অশ্রুসিক্ত হয়
কারণ চোখ দুটো ইচ্ছাদের সহোদর ।
জীবনের ইচ্ছাগুলোই জীবনের প্রাণ
ইচ্ছা ছাড়া জীবন আচল বিহঙ্গ
বৈভব শূন্য সিন্ধুক যেমন মূল্যহীন
ইচ্ছাহীন জীবন ঠিক তেমনই অসার, অর্থহীন।
।।।।।।।।।