অন্তর্বর্তী সরকার
**********
বিল্পব ললাটে বৈচিত্র্যহীন নিসর্গ
কদাচিৎ নিয়মশূন্য সোনার বাংলাদেশ
হাতে তুলে নাও মেরামতের স্ব-স্ব যন্ত্র
স্কুলের ব্যাগ, লাঙ্গল, সেলাই মেশিন
খোঁচ বুদ্ধিমতায় পকেটে রাখা কলম
স্তরে স্তরে যেসব বিষ পোকার বসবাস
মরণ কামড়ের নেশায় আজও বসে
বিষের থলি নিক্ষেপ কর জলের স্রোতে
ভেদাভেদ ভূলে হাতে রাখ হাত
স্মরণে রাখো তরুণের বুকের তাজা রক্ত
বিশ্ব তাকিয়ে তোমার দিকে অপলক।
জনসমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকার
বিশ্বজনে নন্দিত, আস্থা জ্ঞানে সমুন্নত
নির্দ্বিধায় জাতীয় বিশ্বাসে তুমি স্বাগত
তুমি কান্ডারী, তুমি জাতির বিবেক
তুমি বঞ্চিত জনতার শেষ প্রান্ত
সংখ্যায় সতের, সাদৃশ্যে সতেরো কোটি
যে সাহসিকতায় বিতাড়িত হয়েছে স্বৈরাচার
সে অধম্য শক্তি তোমার নির্ভীকতা
ভয়শূন্যতায় পাশে দাঁড়িয়ে বাংলার ছাত্র-জনতা
কেও বলে বিপ্লব, কেও বলে অভ্যুত্থান
সে যাই হোক, লক্ষ্য ছিল স্বৈরাচারের বিদায়
আজ বিলুপ্ত হোক সাম্প্রদায়িক উসকানি
জাগ্রত হোক আইনের শাসন, ন্যায্য বিচায়
সম অধিকারে উজ্জীবিত হোক প্রতিটি স্তর
শিক্ষালয়ে কবর হোক অসম কারিকুলাম
নিপাত যাক স্ব-ঘোষিত অবাঞ্ছিত মিথ্যা জয়গান
বিলীন হোক গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র
দেশের তরে নিস্পেষিত যত মহামানব
উচ্চারিত হবে নাম স্বমহিমায়, জনকন্ঠে শ্রদ্ধায়
হাত কচলানো চাটুকারিতা নিপাত যাক
পদপিষ্ট হোক সকল ঘাতকের অপরাজনীতি।
-----------------
০৯.০৮.২০২৪ ইং
২৫.০৪.১৪৩১ বাং