হাসি
******
অন্তর নিঃসৃত মুখমণ্ডলীয় প্রকাশ
চোখের ভাষায় স্বতঃস্ফূর্ত আবাস
অঙ্গভঙ্গিতে প্রকাশিত হয় যে খুশি
প্রচলিত ধারণায় তাই হলো হাসি।
দুশ্চিন্তা বা উদ্বেগেও ফোটে হাসি
প্রচলিতভাবে ভেংচি বা মুখ বিকৃতি
রাগ, ভয় ও কষ্টে হয় তার বিকাশ
হাসিতেই থাকে সব অনুভূতি প্রকাশ।
একই মুখে অনেক হাসির প্রকার
মুচকি হাসিতে মুখের বাঁকা আকার।
বক্রহাসি অট্টহাসিতে বেপরোয়া ভাব
গুয়ামুরি হাসি পাখির কুর কুর স্বভাব।
অকারণে অবুঝ হাসি হা..হা...করা শব্দ
নির্বোধ হাসি মনখোলা সরলতায় প্রসিদ্ধ।
শেষ হয়েও হয়না শেষ বিরতিহীন হাসি
হাসির তরে কুজো হয়ে গলায় ধরে কাশি।
হাসি এক প্রকার ইয়োগা ভাল রাখে মন
মনের প্রফুল্লতায় হয় মানসিক চাপ কম।
নিয়মিত হাসলে হাসি রোগ হয় নিরোধ
চাপা ব্যাথা লাঘবে হৃদযন্তে আসে বোধ।
ভাল লাগলেই হাসতে হবে এমন কথা নয়
কষ্টের মাঝে হাসলে হাসি দুঃখের পরাজয়।
হাসতে হবে সবাই মিলে ব্যাথা থাকে থাকুক
হাসির শব্দে সারা বিশ্ব মুখরিত হয়ে উঠুক।