ঘৃণা
*****

চরম অবজ্ঞার তাচ্ছিল্যে তুচ্ছ জ্ঞান করা
কারণে অকারণে কাওকে অসহনীয় ধরা।
উপেক্ষা আর অপছন্দের নামটি হল ঘৃণা
দূরে দূরে থাকা একজন থেকে অন্য জনা।

অহংকারীর লিপ্সা বা পদমর্যাদার লড়াই
শত্রুতা থেকে জম্ন নেয় ঘৃণা করার বড়াই
কিছু মানুষের অযাচিত ঘৃণা দম্ভ আর নেশা
অহংকারে দাম না পেলে ঘৃণায় মিটায় আশা।

ক্ষেত্রবিশেষে ঘৃণা করা মানবীয় প্রয়োজন
মন্দ কাজের ঘৃণা দেয়া প্রশংসনীয় আচরণ।
চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ আর জুয়া
অশ্লীলতা, বেহায়াপনা, নেশা আসক্তির মায়া।

অনেক ক্ষেত্রে ঘৃণা করা গুরুতর এক ব্যাধি
সম্পর্কগুলো নষ্ট হয়ে হারায় প্রেমের পরিধি।
ঘৃণাকারীর মনে কভূ শান্তি বিরাজ করে না
ইহজনম ও পরজনমের ক্ষতি তাকে ছাড়ে না।