গরল
******

কি করে আর বুঝাই তারে!
ভালবাসায় যদি গুনে ধরে
আসল রূপ উম্নোচন করে
স্বার্থপরতায় আগলে ধরে।

কি করে আর মানাই তারে!
অন্তরে যদি কাল বিষ ঝরে
নিজেকে রাখে আড়াল করে
সাধ্য কি আর মানাবো তারে!

ভালবাসার কথা অনলে পুড়ে
সমোঝতা কভূ আসেনা দ্বারে
শান্তি বিদায় সম বিদ্রোহ ঘরে
বাঁচা হয়না বাঁচার মতন করে।

কি করে আর জানাই তাকে!
প্রাণ ধারণেও যদি মরে থাকে
অহেতুক মনে অবিশ্বাস ধরে
নিজের বিষে নিজেকেই মারে।

কি করে আর শুধাই তারে!
সে যদি আর নাই বুঝে মোরে
দেখেও যখন আড়াল করে
ভালাবাসায় তখন নড়বড়ে।

কি করে কাছে ডাকি তারে!
সহ্য যখন করেনা একেবারে
ভাবেনা যখন কোন কথা আর
থাকেনা আর কোন অধিকার!
।।।।।।।।।