গড়মিল
*********
কিছু মানুষ এমন হয়
ভালকে ভাবে মন্দ
প্রকারভেদে মানুষ হয়
দৃষ্টি থেকেও অনেকে অন্ধ।
মনের কোন দোষ নেই
গড়মিল হয় মনের আশা
নিরাশাতে অনেকের সুখ
অনেকের নেই প্রাপ্তিতে ভরসা।
মন্দটাই অনেকের ভাল
ঝলসানো সুখ ব্যতিরেকে
সব সুখ উপভোগ্য নয়
মনে যদি আনন্দ না থাকে।
মানুষের মনে বিচিত্র আশা
নিজেই বুঝেনা নিজের মন
শয়তানের মন বুঝা যায়
মানুষ চিনেনা আপনজন।
সকালে যার প্রশংসা হয়
বিকালে হয় তার বদনাম
স্বার্থের পথ সুগম হলে
সহসাই চলে অপমান।
যত খেলা আশা-নিরাশার
পাওয়া - না পাওয়ার দ্বন্ধ
প্রয়োজন মেটাতে যেজন ভাল
স্বার্থ ফুরালেই সেজন মন্দ।
।।।।।।।।