ঘরণী
******

দীঘল কাল চুল তার
কভূ খোপা কভূ বেণী
শোভনীয় শ্যাম রঙ যার
সে যে আমার মনের রাণী।

চোখে তার জাদুর মায়া
দৃষ্টিতে মোহের ইন্দ্রজাল
প্রশস্ত কপালে ভাগ্য ছায়া
মিষ্টি ঠোটের কোণায় লাল।

কথা যার নিরব অনিন্দ্য
হাসিতে মুক্তার ঝলক।
কন্ঠে বহমান মায়ার ছন্দ
তাকালে পড়েনা পলক।

হাতখানি যার পালক নরম
কোমল মনটা তুষার ধবল।
হৃদয়ে যার ভালবাসা পরম
স্বার্থহীনতায় যথার্থ আসল।

সে যে আমার মত্তা ভালবাসাা
আমার জীবন মরণের ধ্বনি
সবচেয়ে সেরা সুন্দরী যে সে
আমার হীন ঘরের ঘরণী।
******