ইতর মানুষ
************
চাঁদের মুখে আঁধার লিখে
তবু সে চাঁদ শুভ্র থাকে
কিন্তু মানুষ! মুখে আলো
হৃদয়টা জমকানো কালো।
নরম কথায় জাল পাতে
স্নেহের কথায় বিষ থাকে
চোখে প্রেম, ঠোঁটে হাসি
ভেতরটা তার দংশন খাঁসি।
নদীর মত চলে স্রোতে
অন্যকে ঠেলে গহীনেতে
কথায় বড়, কাজে শঠ
মনটা তার গরল প্রকট।
প্রেম বিলায় মুখের খেলায়
ভালোবাসে কেবল ছলনায়।
নিজের সুখে জ্বালায় ঘর
তাকে বলে বাংলা ইতর।
তার ছায়া পড়ে যেই প্রাণে
সেখানে কেবল কান্না টানে
মানুষ রবে, মনুষ্য হোক
এই কামনায় উঠুক শোক।
।।।।।।।।।।