একাকিত্ব
******

হারিয়ে গেছে সবকিছু আধারে
বিরহিতের একাকিত্বে শুধুই শূন্যতা
নিঃশব্দে কান্নার দমফাটা ঢেঁকুর
যতটুকু আশার প্রদীপ বাকী ছিল
তাতেও লেগেছে আষাঢ়ের মেঘ।

আজ বড় ক্লান্ত হয়ে গেছে মন
ঘুমড়ে কাঁদে নিঃসঙ্গতা চারিদার
যা দেখে তাই হারিয়ে যায় ক্ষণিকে
ভাবনাগুলো মুছে যায় মন থেকে
অসহ্য যন্ত্রণার এক জলন্ত কুণ্ডলী।
ফুলকির বুদবুদি উঠে মনে বার বার।

কেন এমন জীবনের পূর্ণতাপ্রাপ্তি?
বাহ্যিক সুখের ছোয়ায় দেহ লেহন
মনের আবরণ যেন অভেদ্য দেয়াল
জীবন দায় মুক্তির শোধ বহুরূপ
রূপের কদরে ভাবুক মন ক্লান্ত
খিলখিলিয়ে দিতে হয় যথার্থ বলিদান।

লেখা: ১২/০৯/২০১৮ ইং, ঢাকা।