একাকি
**********

চেনা মুখ আজ ভূলে গেছি
মুখস্ত করা অনেক নাম ছিল
সেগুলোও আজ ভূলে গেছি
অভিমান, রাগ, বাহানা, টিপ্পনী
কিছুই বাসা বাধে না মনে
অদ্ভুত বিস্ময়কর হয়ে উঠেছি
আজ শুধু নিজেই নিজের আছি
সাথে আছে শুধু আমার ছায়া
আর আছে তার দেয়া একাকিত্ব।

কফিশপ, পাবলিক বাস, ট্রেন
জনাকীর্ণ বাজার,কিংবা ফুটপাত
প্রতিদিন শত, হাজার মানুষের ভিড়
কাওকে চিনিনা; দেখেও চিনিনা
সবার সাথে কথা বলি, হাসি, গল্প করি
তবে কি বলি, কেন হাসি, কিসের গল্প
তা আমি এতটুকুও আন্দাজে পাইনা
বলতে হয় বলি, করতে হয় তাই করি।

ঝঞ্জাট মুক্ত বেশ আছি একাকিত্বে
উগ্র তেজহীন কলহবিবাদ মুক্ত ঝক্কি
দুর্ভাবনা নেই, গুমুট কোন চাপ নেই
যন্ত্রণা, বেদনা; ক্লেশ, যাতনা মুক্ত।
ক্ষয় নেই, চুষে চুষে নিঃসরণ নেই
একাকিত্বের দাসত্ব ক্ষণের সিদ্ধতা
ভাবনাগুলো বিরুদ্ধ সচল হয়ে উঠা
ছোট বড় যুদ্ধের কার্যকর সফলতা।

।।।।।।।।।