এইতো আমি
*************

আমার আমিকে পাইনা আমি
যখন লজ্জিত হই তার কাছে।
আমার আমিকে বুঝিনা আমি
যখন নিন্দিত হই কথার প্যাঁচে।
আমার আমিতে থাকিনা আমি
যদি থাকে সে নম্র নিরবতায়
তার আচরণ মেনেছে জীবন
সয়ে গেছে সব অপরাগতায়।

জীবন চলমান ঘরে বাহিরে
ভাল মন্দের আলো আধার
গুণের স্বভাব দেখলে আমার
গলা বাড়িয়ে করে মন্দ প্রচার।
নিজের স্বভাব নিজেই জানিনা
তবুও জানে পাড়া প্রতিবেশি
নিজেকে নিজে যতটুকু জানি
অন্যেরা জানে অধিক বেশি।

আমার আমি নেইতো আমার
হারিয়ে ফেলেছি সকল ওজন
ভেড়া-ছাগল বলছে সবাই
রাম ছাগল বলে আত্নীয়-স্বজন।
নির্লজ্জতার শিরোভূষণ নিয়ে
রাজা সেজেছি আমার রাণীর
আমার আমিকে দিয়েছি তাকে
চাইনা জামিন আমি আসামির।