দুঃখ লাঘব
★★★★★
দুঃখ জীবনের তীব্র প্রতিকূলতা
ক্ষতি, নিরাশা ও শোকের সংসর্গ
হতাশা আর অনুভূতির সহবাস
বিবেচনায় দুঃখের বিমূর্ত প্রকাশ।
দুঃখে অবসন্নতার নিঃশব্দ অবস্থান
বিচ্ছিন্ন করে ছন্দময় জীবনের সংস্রব
হতাশার জীবন নিরানন্দের কারাগার
অবসাধের ব্যাধিতে পায়না ফিরে আকার।
ঘটনা থেকে কষ্ট, কষ্ট থেকে দুঃখ
দৈহিক কষ্ট আপেক্ষিক- রোগ, ক্লান্তি, শ্রম
পার্থিব কষ্ট জাগতিক- দারিদ্র্য, যুদ্ধ, দুর্ভিক্ষ,
মানসিক কষ্ট মানবিক- নিরাশা, ব্যর্থতা, হতাশা
হৃদয়ের কষ্ট পারিপার্শ্বিক- হারানো, প্রতারিত, শূন্যতা।
বিশদ কষ্টের ভিন্ন সুর, ভিন্ন তাল
ভিন্ন ছন্দের দুঃখে দোষী হয় কপাল।
দুঃখ চেনার ভাষা নেই, আছে শুধু দুটি উপায়
চোখের মণির আকার ও গলার স্বরের মাত্রায়।
দুঃখ নিয়েও বাঁচা যায়, বাঁচে অনেকে
দৃষ্টিভঙ্গি, ক্ষয়রোধ আসে যদি বিশ্বাসে
অনুভবে থাকে যদি উজ্জীবিত চেতনা
বহির্জগতে একাত্মতাকে কাছে টেনে আনা
কষ্ট যবে শেষ, লাঘব হয় দুঃখ
জীবটা নীজের, ঘাতক নয় মুখ্য।