দুঃখ
*****

ক্ষতির শোকে প্রশ্রয় অসহায়ত্বের নিরাশা
শোকাচ্ছন্ন প্রতিকূলতায় হয় চরম হতাশা।
দুঃখ হলো মানসিক কষ্টের বিমূর্ত প্রকাশ
অনুভূতিতে মন-মানসিক যন্ত্রণার বিকাশ।

দুঃখের রূপ চুপচাপ অবসন্ন মানুষের মন
অন্যের থেকে নিজেকে বিচ্ছিন্নতার ক্ষণ।
দুঃখের হতাশা অবসাদের নির্মম ব্যাধি
ডিপ্রেসিভ ডিজঅর্ডার তার শেষ উপাধি।

দুঃখের আছে অনেক প্রকার দিক নির্দেশক
চোখের মণি ছোট হয়ে বিষন্নতা আবশ্যক।
আচরণের স্তব্দতা ও স্থিতিশীলতায় শনাক্ত
কথার গতি ও নিরবতায় দুঃখ ভাব চিহ্নিত।

দুঃখের কারণ উদ্বেগে ভাবা খুব গুরুত্বপূর্ণ
অবহেলায় জীবনের পথ হয়ে যায় বিচ্ছিন্ন।
নিরাশার অন্ধকারে যুঝে উঠে সুন্দর জীবন
রঙিন তরলের নেশায় ডুবে হয় আচ্ছাদন।

দুঃখ কভূ হয়না শেষ ছেড়ে দিলে অবজ্ঞায়
মোকাবেলা করা চাই দৃঢ় মনের প্রতিজ্ঞতায়।
স্থায়ী হয়ে এঁটে বসে কপালের দোষে ছাড়লে
কাদতে হয় জনম ভর হতাশা নিয়ে আড়ালে।