দৃষ্টি আড়াল
****************

আকাশটা আজ কালো
সত্যি কি তাই?
কালো মেঘ-
তাই আকাশটা কালো।
সাদা মেঘে আকাশটা শুভ্র।
আসল রংটা ঢেকে যায় বারবার
যে রঙ তার প্রাপ্তি সৃষ্টি থেকে
আছে আজ অবধি। নীল।

মানুষটা প্রতারক
যথার্থ কি তাই?
প্রতারণা করেছিল- তাই সে প্রতারক।
মিথ্যা কথা বলায় সে আবার মিথ্যাবাদী।
যথার্থতা আড়াল হয়ে যায় উপমায়
যা লালন করেছে জন্ম থেকে।

নকলের ভিড়ে কেউ আসল বিলীন
যে ছায়ায় ঢেকে যায় প্রকৃত রূপ
সে রূপেই করি তার মূল্যায়ন।
কতটা বেহুশ আমরা মানব জাতি!
সাদা রংগে যাকে ভাবি পথপ্রদর্শক
ছায়ার আড়ালে আসলে সে প্রবঞ্চক।
সবই আমাদের বিভ্রম, দৃষ্টি আড়াল।