ড.মো.ইউনুস
**************

চোখে যার দীপ্তির আলো
হৃদয়ে দেশ উন্নয়নের গান
মনটা জুড়ে দেশের আশা
বিশ্বাস জাগানো ব্রত প্রাণ।
নয় রাজনীতির ছলচাতুরী
নয় কোনো ক্ষমতার খেলা
মানবতাই যার আসল ধর্ম
জাগ্রত করে তারুণ্য মেলা।

জ্ঞান যার অতি উপযোগী
নিখুঁত ভবিষ্যত ঠিকানায়
প্রগতিতে যিনি ধ্রুব নক্ষত্র
চিন্তা-ভাবনা জ্ঞান-রক্ষায়।
সরলতায় তার হৃদয়ে বাঁধে
অহঙ্কারকে করে অপমান
আছে হিংস্র মানুষের দৃষ্টি
খোঁজে বেড়ায় ব্যর্থ জ্ঞান।

কর্ম নন্দিত তিনি বিশ্বমঞ্চে
নোবেল জয়ে গর্বিত নাম
তাকে ঘিরে উদ্যোগে দেশ
নতুন চিন্তা হয় অবিরাম।
জনতার পাশে ছায়া হয়ে
কাঁধে তুলেছেন সব দায়িত্ব
অবমূল্যায়ন করেন যারা
তারা আসলেই ভয়ে মত্ত।

তারা চায় না স্বচ্ছ আলো
চায় কাল আধারের থাবা
দরিদ্র থাকুক বাংলাদেশ
নিচু হোক মানুষের মাথা।
তিনি একক নির্ভীক চিত্তে
বয়ে যাচ্ছেন সত্যের ধারা
কর্ম, ফল, গৌরব চেতনায়
বিকল্প নেই তার জ্ঞান ছাড়া।

শব্দ দিয়ে নয় প্রমাণে পাই
অবদানে রবেন চির অমর
তিনি হলেন বাংলাদেশের
আলোকিত চরিত্রের ভ্রমর।
যাদের কাছে সহ্যে না পায়
তারা আসলে মিথ্যার দাস
বাংলাদেশ সহ বিশ্ব জানে
ড. ইউনূস উন্নয়নের শ্বাস।
।।।।।।।।।।।