দোষারোপ
*******

সমালোচনা ও দোষারোপ করে যে তুচ্ছ করে
দোষ তালাসের গহব্বরে সেই হড়হড়ে পড়ে।
নিন্দা ভরে দোষী করা খুবই নিন্দনীয় কাজ
প্রচারে থাকে বিদ্বেষী মন ছেড়ে লজ্জা লাজ।

মানুষ মাত্র ভূল করে, ভূলগুলো কি সব দোষ?
সম্পর্কের মাত্রা ভূলে গিয়ে প্রচারে কেন বেহুশ?
সম্মানহানি ও অপমানে নিন্দিত মাথা অবনত
প্রচারকারীর রঙ্গ খেলায় নিরপরাধী নির্যাতিত।

রক্তের ফোটা ভাবে না কভূ কেন হয় উচ্চচাপ
ন’ ঘটনায় হয় রটনা- প্রচারকারীর জম্ন স্বভাব।
ভূলের স্বভাব বংশগত গুণের স্বভাব রয় চাপা
শুধিত কথায় প্রতিবাদে প্রচারক আঁকাবাঁকা।

ব্যক্তিত্ব যার ব্যাধিযুক্ত আচরণ তার হিংসার
ভাল কথার জ্ঞানহীনতায় ব্যাঘাত মিমাংসার।
ভাল মানুষ পিছু ঠেলে মন্দ জনেরা পরামর্শক
নিন্দুক ও নিন্দিতের খেলায় অন্যরা হয় দর্শক।

দোষারূপের কাল থাবা সম্পর্কের টানাপোড়ন
হাসে সবাই মজা পেয়ে ব্যর্থ হয় নিজের অর্জন।
জ্ঞানীদের কথা কম মূর্খদের অনেক কপটতা
উপলব্ধি ও বোঝাপড়া ছাড়া হয় না সমঝোতা।