দ্বিধা
******
সবকিছু প্রকাশ পায় মূখ্য আচরণে
মন বৃত্তান্তের বিকাশ কথার বিবরণে
স্বভাব, ব্যবহার ও প্রতিক্রিয়ার ধরণ
তাই নিশ্চিত করে সে জীবন না মরণ।
কিছু মুখে ফুটে রয় বিন্নি ধানের খই
এটা না- ওটা করলে হয়ে যেতো ঐ
আপসোস, অনুতাপ ও অনুশোচনা
অবশিষ্ট শান্তিটুকু মনে আর থাকেনা।
কিছু মন অশান্ত কিছু শেষ হবার ভয়
শেষ হলেই শুরু হয় মানতে রাজী নয়।
ছোট পথের শেষটা বড় পথের গোড়া
পাবেনা দেখা তা পথ ফুরানো ছাড়া।
যে পথে কাটা থাকে সেই পথে ফুল
খোঁচার ভয়ে অবসান প্রমাণিত ভূল।
জানা-অজানার ভূলে ভুল করে মন
অসাধ্য সাধন হয় যদি থাকে সুজন।
।।।।।।।।।