দন্ডিত জীবন
**************
খন্ড বিখন্ড মনের রক্ত জমাট পরশ
আগ্নেয়গিরির লাভায় বরফে ছেদ
দৃষ্টিহীন মায়াবী চোখের অপলক চাহুনী
অকোষী, স্বাদহীন বাতাবি লেবুর গাঢ় রঙ
ভাবে যথার্থ, বোধগম্যতায় কৃত অন্তসারশূন্য।
অকারনে হাসলে কাঁদে না কারণে
বারনে জড়ালে, ছাড়েনা ব্যথিত চিৎকারে
দেখতে পায় আঁধারে, জ্যোতিহীনতা আলোয়
ডাকলে শোনে না, কাছে বসে থাকে তাড়ালে
ছন্নছাড়া জীবনধারায় এমনই খন্ডতা আড়ালে।
খন্ড জীবনের বিখন্ডিত অসারত্ব নীতি
পিপাসিত হয়ে জেগে রয় আপন কুটিরে
নিঝুম, নির্ঘুম রাত্রির সাক্ষীগোপাল
ক্ষুদার্ত চোখে ঝাপসা ধরে নিয়ন আলো
অজস্র বাষ্পীয় ফুল্কি ভাসে চোখে চোখে।
খন্ডিত জীবনের অসম বিরহিত কান্ড
কারণে-অকারণে, ছলছুতায় আসে দন্ড
পলকে পেছন ফেরার স্বাদে গুড়ে বালি
মহা ঘাতকের কথায় বিতর্কিত হাত তালি
জীবন মানে অন্যরকম অপরিসর জলনালী।