ধারণা
*******
ধারণা হলো চিন্তার বিমূর্ত একক
অর্থবহ মনের এক গোপনীয়তা
ব্যপ্তি ঘটে সরল বা জটিল রূপে
হতে পারে সুধারণা বা কুধারণা।
ধারনা করা মানুষের সহজাত প্রবৃদ্ধি
বিশ্বাস স্থাপন করা মনের অধিকার
অধিকারের অপপ্রয়োগ স্বেচ্ছাচারিতা
ধারণার স্বেচ্ছাচারিতা শুধুই মূর্খতা।
পরিপেক্ষিত ধারণা মানসিক বিবৃতি
ভূল বুঝাবুঝির প্রধান কারণ ধারণা
যা সকল ভালো কিছু নষ্ট করে দেয়
সম্পর্ক চ্ছিন্ন হয় ভূল ধারণার ভূলে।
ভূল ধারণায় ভূল সিদ্ধান্তের জম্ন হয়
যা অবিশ্বাস এবং ভয় প্রতিষ্ঠা করে
ভূল ধারণার সিদ্ধান্ত জলন্ত শিখা
পুড়িয়ে দেয় সম্পর্কের সকল দিক।
ভুল বোঝাবুঝি মানে বিশ্বাসের ঘাটতি
আর বিশ্বাস হলো সম্পর্কের অটুট গিট
দ্বিধাহীন শুদ্ধ ধারণায় বিশ্বাসের স্থিরতা
উন্নত বিবেক ধারণা’য় অবস্থিত হয় না।
।।।।।।।।।