ধাবন
******
চাইনা ফিরে পেতে অতীত স্বপ্ন
মুছে ফেলেছি সব স্বত্ত্ব ত্যাগ করে
দেখবোনা তাকিয়ে বীভৎস রূপ
যে রূপে আতংক আর অভিসম্পাত।
ডেকোনা কেও পিছন পানে
দাঁড়িয়ে গেলে মুক্তির পথ রুদ্ধ।
নিমন্ত্রণ করোনা কেও পিছন থেকে
কন্ঠস্বরে ভাসে মানুষ পোড়ার গন্ধ।
কবরের ধারে কান পেতে শুনি
অর্ধ শরীরের যন্ত্রনার বিলাপ।
অনেক যত্ন যে কাদায় আমায়
অনেক আদরে যার শ্রীহীন বাণী
নম্রতার মাঝে যার কঠোর আঘাত
সে অতীত কি থেমে থাকে পিছে?
স্থিরতায় আটকা পরে থাকেনা কিছু
আগামী, আজ, অতীত এক শিকলে বাধা
যেমনটা ট্রেনের বগি বেড়ি বদ্ধ
অতীত চলমান আগামীর পথে সারিবদ্ধ।
জীবন এক বহমান নদী
প্রবাহমান সময় তার স্রোত ধারা
ভাটির টানে উজান প্রবাহিত
থেমে থাকেনা, আটকে যায় না কিছু
বাধাহীন, সম ধাবমান উজান ভাটি
তেমনি ঠিক জীবন ধাবিত ভবিষ্যতে
অতীত চলে পিছে সম গতিতে, জীবন স্রোতে।
।।।।।।।।।