দায়
****

প্রাণ থাকলে প্রাণী হয়
মনুষ্যত্বে মানুষের নাম
জিন্দা মরা বলে তাকে
যদি হয় মৃতের সমান।

লাঠির খুঁচায় শরীরে দাগ
শুকিয়ে যায় দুদিন পর
কথার ঘাতে মনের ক্ষত
কাঁচা থাকে জীবন ভর।

জোড়া লাগে ভাংগা হাড়
যদি হয় অস্ত্রোপচার
ভাঙলে মন প্রতারণায়
মূল্য থাকে না বিশ্বস্ততার।

নিজে ভাল সবাই মন্দ
এমনটাই মানুষের ভাবনা
তুচ্ছতাচ্ছিল্য স্বভাব যার
ভদ্রতার জ্ঞান তার হয়না।

কষ্টের নেই দায় মুক্তি
তাইতো বন্দির জীবন
পরিবর্তনটা খুব জরুরী
বাড়িয়ে জ্ঞানের ওজন।
।।।।।।।।।।