দাগ
****
ভালো থাকার কোন উপায় নেই
থাকার সঙ্গতি যদি অসঙ্গতি টানে।
স্থিরতা, বিরাম কোন লাভে আসেনা
সবকিছু থেকেও যখন কিছু থাকেনা।
পরম স্বস্তিতেও ফুরায়না অস্তিরতা
মনের শান্তিটুকু যখন নষ্ট হয়ে যায়।
কাউকে ছাড়া কেউ কখনও মরে যায় না
জীবন বাঁচে, বেঁচে থাকে ভালোবাসা
মরে শুধু বিশ্বাস, নির্ভরশীলতা ও আস্থা
সত্য তো সম্মুখ বাস্তব- যেমন ঐশ্বর্য, বিত্ত
অনুভব, আত্নার টান দেখানো যায় না
অদেখা সম্পদ অবাস্তব রূপকথার গল্প।
সান্তনার বাক্য সবাই বলে- ‘ঠিক হয়ে যাবে’
সত্যি কি সবকিছু কখনো ঠিক হয়?
আঠায় জোড়া লাগানো ছেঁড়া কাগজ
দেখতে বা স্থিতিতে কি আগের মত হয়?
জোড়ে থাকার দাগ স্পষ্টত লেগে থাকে
প্রতিবার উল্টোনোর সময় চোখে ভাসে।
মনের ব্যকুলতা দাগহীন সমতার প্রলেপ
তাই ভালবাসায় মন পুড়ার দাগ মুছে যায়
ভালবাসা ভিক্ষে দেয়া বা নেয়ার বস্তু নয়
এটি এক উদারতা, আত্নার অন্তরঙ্গতা
নির্জীবকে সজীব করে ব্যকুলতার প্রবল টানে
এ পুড়ায় দাগ থাকেনা; তবে কলঙ্ক আছে।
।।।।।।।।।।।।