চিন্তা ২০.১১.২৪
******

চিন্তা একটি একক ভাবনার পণ্য
মানসিক কার্যকলাপের মাঝে গণ্য।
ভিন্ন ভাবনায় ভিন্ন চিন্তার প্রক্রিয়া
ভাল-মন্দ, ইতি-নীতির তেজস্ক্রিয়তা।

চিন্তার মাঝেই ঘটে কল্পনার প্রতিফলন
যুক্তিযুক্ত ক্ষমতায় সত্য মিথ্যা নিরূপণ।
চিন্তা প্রকাশিত যথাযথ চিন্তিত কাজে
কাজের প্রসারণ চিন্তা শক্তির মাঝে।

চিন্তা শক্তির মূল কাজ বিবেচণা করণ
ধারণাকে মনে রেখে বুদ্ধিতে প্রসারণ।
চিন্তাশক্তি মিশ্রিত এক অপূর্ণ উদ্দেশ্য
জ্ঞান ও প্রত্যাশায় কর্মক্ষেত্রে পতিত।

যত্নবান মনোযোগে চিন্তার বাস্তবায়ন
বিশ্বাস ও সততায় সর্বোৎকৃষ্ট পন্থায়ণ।
চিন্তা শক্তিতে নিহীত বিশ্বাস-অবিশ্বাস
সঠিক জ্ঞানে নিরূপণ প্রকৃত বিশ্বাস।