চাপাবাজ
******
যার পরতে পরতে ভুল
হয় না তার কোন মাশুল।
জ্ঞাত ভূলে বাড়ে সাফাই
দ্বন্ধের যুদ্ধে জয় তার চাই।
ধরে রাখার খায়েস আজীবন
ছলছুতায় ভাবটা ঠিক এমন।
শূন্য জ্ঞান বুদ্ধি শূন্য অকর্মান্ড
নাস্তানাবুদ হলেও ভাব প্রকাণ্ড।
ধূর্তামিতে নিজের দোষ অন্যের
চাতুর্য আচরণ কভু নয় সাম্যের।
কথার মারপ্যাঁচে বেইমান অসাধু
ক্ষমতার উন্নতি তার ভাগ্যের জাদু।
কর্ম দক্ষতার নাকি মূল্য নেই
সাফল্য চলে আসে চাইলেই।
নির্বোধ ভাবুকের গভীর তপস্যা
চাপাবাজের কাজে শুধু অবজ্ঞা।
যদি দেখে পকেটা আছে কিছু ভার
জেদ-রাগ, রেশারেশি পগারপার।
সুখ শান্তি নাকি বাণিজ্যিক বিকাশ
এমন ভাবনার মানুষই চাপাবাজ।