চাওয়া
******

একবার কি কথা বলবে?
ভীষন শুনতে ইচ্ছে করছে
যে কোন কথা, যে কোন স্বরে
চেচানো, ধমক কিংবা গালি
যে কোন শব্দ যা আসে তোমার কন্ঠে
শধুমাত্র কথা- হোক ঘৃণার বা অবজ্ঞার।

কতটা  বছর শুনিনা তোমায়
এত বছরে নদীর জলও শুকিয়ে যায়
গাছের পাতা বদলায়, মাটি ফাটে শুকিয়ে
এত বছরে চারা গাছ হয়ে যায় ফলদায়ী
কিশোর হয় যুবক, বৃদ্ধ হয় লাশ
আর আমি হয়েছি যুবক থেকে মধ্য বয়সী
তবুও কোন কথা নেই তোমার
সবকিছু পাল্টায় শুধু তুমি ছাড়া।

বলবে কি কথা শুধু একবার!
খুব শুনতে ইচ্ছে করে
দুর্ভাগ্য আমার- যা চাই তা কখনও পাইনা
শূন্য হাতে ফিরি বারবার।
দিন যত যায় মায়া ততো বাড়ে
তোমাকে শুনার মায়া
যে কোন কথা- হোকনা কোন মন্দ শব্দ।
।।।।।।।।।।।