বৃত্ত
।।।।।

আমার সন্ধ্যায় তোমার সকাল  
ব্যাপক অনুভবের ব্যবধান
তোমার সকালে পাখির কিচির মিচির
আমার সন্ধায় পাখিরা ফিরে ক্লান্ত হয়ে।

তোমার সকালে উদিত হয় স্নিগ্ধ সূর্য
রক্ত গোধুলিতে আমার সূর্য অস্তগামী।
সারাক্ষণ ব্যবধান সমান সমান্তরাল
পার্থক্যটা দুরত্বের সাথে অনুভবের।

তোমার যখন দিন আমার তখন রাত
আলো অন্ধকারের পার্থক্য বিদ্যমান।
আমি যখন মরতে থাকি অচেতন নিদ্রায়
তখন তোমার অনিদ্রার নাচন খেলা।

রাতের অন্ধকারে যখন আমার অশ্রু অদৃশ্য
তোমার চোখে তখন ছলনার ভেল্কিবাজি।
মিলেনা সময়, দিন, মাস, বছরের পর যুগ
চাকার ঘূর্ণিপাকের মতো চলন্ত বৃত্ত
বৃত্তের পরিঘি বরাবর ঘুরছে অনুভূতি
ঘুরছি আমি অবিরত আজ অবধি।