বৈপরীত্য
***********
বিরাজমান বিপরীত তোমার স্বভাব
সত্য মিথ্যা যাই হোক প্রতিপক্ষ ভাব।
যদি হয় ব্যপারটা আমার সমন্ধনীয়
মন্দটা পায় প্রকাশ ভালটা গোপনীয়।
আমার কিছু ভাল হলে তুমি নিরাস
অশুভ কিছুতে জাগে উদ্যম উল্লাস।
আমার সফলতায় তোমার নিরবতা
অবাঞ্চিত ব্যর্থতায় খুশির উচ্ছলতা।
অঘটনে যা ঘটে রটাও অনেক বেশি
নিন্দায় ডুবাতে চাও নিয়ে মনে খুশি।
মন্দগুলো প্রকাশে তোমার প্রচারণা
কৃত্রিম বদনাম তোমার আবতারণা।
বিপরীত কেন তুমি আমার নেই জানা
প্রশংসা জানালে কেও তুমি কর মানা।
ভাল কথার মাঝে মন্দ খোজার স্বভাব
প্রতি কাজে ত্রুটি ধরার একান্ত প্রভাব।
এক ছাদের নিবাসে এক ঘরে বসবাস
জীবৎকাল শূন্য করে রেখেছি বিশ্বাস।
শোধনে বৈপরীত্য তুমি ভাগ্যের পরিহাস
বুঝে শোনে কেন যেন নিজেদের বিনাশ।
।।।।।।।