বদলে যাওয়া
**********

তাকে আর ধরে রাখা ভুল
যে পাগল বানিয়ে পাগল বলে
তাকে আর আশা করা ভ্রান্তি
যে আশায় ভাসিয়ে লোভী বলে
তাকে আর ভরসা করা ভীতিকর
যে পথ দেখিয়ে পথ পিচ্ছিল করে।

মোম বাতির গোড়া নিত্য অন্ধকার
যা শুধু কাছে থেকেই বোঝা যায়।
কিছু মানুষও ঠিক তেমন-
উজ্জ্বল দেখালেও অভিপ্রায় অনামিশা
প্রকাশিত রূপ থেকে অপ্রকাশিত রূপ ভিন্ন
যা শুধু কাছে থেকেই টের পাওয়া যায়।

তাকে আর বিশ্বাস করা উটকো
যে ভাগ্যে জড়িয়ে বলে হতভাগা
প্রতিটি মানুষ নিজেই নিজের ভাগ্য
কিছু কম, কিছু বেশি কিংবা অঢেল
খুব অল্প, কিছু আছে কিংবা নিঃস্ব
স্ব-স্ব অবস্থানে সেটাই তার আসল।

মানুষ বদলায়, নিজেকে বদলাতে হয়
পরিবর্তনটা মেনে নিতে হয়
যতক্ষণ নিজেকে বদলানো না যায়
ততক্ষণ ভাগ্যও বদলায় না
নিজেকে ভাল রাখার জন্য বদলাতে হয়
বদলে যাওয়াটা খুব জরুরি।
।।।।।।।