বোধ
****
নিজের মন বড় বেইমান
নিজের বুকে শুয়ে ভাবে অন্যকে নিয়ে
শুধু ভাবনা নয়; অস্থির হয়ে কান্না করে
যন্ত্রনায় কাতরায়, রক্ত ঝরায় সিনার ভিতরে
ছটফটানির ক্রন্দন নৃত্যে-
ভূলে যায় নিজেকে, নিজের অস্তিত্বকে।

মন সত্যিই খুব বেশি বিশ্বাসঘাতক
ভূলে যাবে বলে বারংবার স্পষ্ট বলে
কখনও আর ভাবনায় নিবেনা তাকে
যে শিখায় ঝলসে গেছে জীবনের পরত
পুড়ে যাওয়া ছাই ছিটিয়েছে অলি গলিতে
মূহুর্তেই সেই যাতনা ভূলে তার কথাই ভাবে।

পাগল মনটা বড্ড বেশি বেহায়া
অপমান, অবহেলা সবকিছু সয়ে যায়
উদ্ধতভাবে যে অবাধ্যতা প্রকাশ করে
অবনত রয়ে বিশ্রী হাসি হাসে কেলিয়ে
দূর দূর করে অবজ্ঞায় তাড়িত হয়ে
কুকুরের মত ঘেষে তুচ্ছতা উপেক্ষা করে।

মনটা আজ অধিকতর দুর্জন
নিজকে পর ভেবে পরকে ভাবে আপন
যে শোধনে কষ্টের ব্যথা ও যন্ত্রণার যাতনা
উৎকন্ঠায় আসে শুধু দুশ্চিন্তার ভাবাকরণ
সেই ভাবনায় মনের অধিক অভিনিবেশ
যে ভাবায় তাকেই ভালবাসে খুব করে।
।।।।।।।।