বিশ্বাস
====
বিশ্বাস মানে পারিপার্শ্বিক মানষিক উপলব্ধি
ব্যক্তি, বিষয় ও ঘটনা থেকে আস্থার প্রাপ্তি।
প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ অর্জিত বৈষয়িক জ্ঞান
বিশ্বাস হলো নিশ্চয়তা বলে মনোবিজ্ঞান।
সব বিষয়ের দুইটি দিক সত্য-মিথ্যা থাকে
সত্য যদি মনে হয় ‘বিশ্বাস করা’ বলে তাকে।
‘অবিশ্বাস করা’ বলে তারে মিথ্যা মনে হলে
মিথ্যা হবার সম্ভবনা হলে ‘সন্দেহ করা’ বলে।
বিশ্বাস মানে পুরোপুরি আস্থা সমেত ভরসা
সততা ও সত্যের উপর বিশ্বাসের দৃঢ়তা।
বিশ্বাস যত বেশি থাকে সন্দেহ তত কম
অন্ধবিশ্বাস জম্ন নেয় সন্দেহ যখন অক্ষম।
বিশ্বাস মানে হতে পারে আশা বা আশ্বাস
অন্ধ অনুকরণে জম্ন নেয় অশুভ বিশ্বাস।
কিছু বিশ্বাস বদ্ধমূল যুক্তিতর্কের অতীত
ভিত্তিহীন বিশ্বাস হলো খণ্ডকালীন পিরিত।
বিশ্বাস হলো মূল্যবোধ ভালোমন্দের বিচার
ভালো কে মন্দ বলা বিশ্বাসের প্রতি অবিচার।
ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস হতে পারে ভিন্ন
সত্য বিশ্বাস অনেক বড় মানুষ মানুষের জন্য।
।।।।।।।।।।।।